আইসিইউতে ‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৩ পিএম


আইসিইউতে ‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা  প্রতুল মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত

কলকাতার হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন ‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা, গীতিকার, সুরকার, সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। সপ্তাহ দুয়েক ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত। সোমবার তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নিয়েছেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। এদিন রাতেও তিনি সংকটজনক অবস্থায় এসএসকেএমের আইসিইউ-তে চিকিৎসাধীন বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড সূত্র।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয়। দেখা যায়, হার্ট অ্যাটাক হয়েছে গায়কের। তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। সেখানেই ধরা পড়ে, ফুসফুসেও প্রবল সংক্রমণ রয়েছে। তবে সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাসের জেরে, নাকি মিশ্র গোত্রের, তা এখনও স্পষ্ট নয়। কড়া অ্যান্টিবায়োটিক চললেও তাতে সেভাবে সাড়া দিচ্ছেন না প্রতুল।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission